মেঘ ছোঁয়া জল

মাহমুদা রিনি

ঘুম ভাঙতেই শুনি ঝুম ঝুম বৃষ্টির শব্দ ।
জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখি
সজনে ডালে একটা দোয়েল পাখি।
ভিজছে একা, আসপাশে কেউ নেই।
জানতে চাইলাম, ‘এই সাত সকালে একা বসে
ভিজছো কেন?’
বললো, ‘সঙ্গীটি কোথায় উড়ে গেছে!
ফেরেনি এখনো, সেই প্রতীক্ষায় বসে আছি।’
বললাম, ‘কখন ফিরবে?’
বললো, ‘জানি না তো!
সেই ভোরের আলো ফুটতেই উড়ে গেল–
কি জানি পথ ভুলে গেল কিনা!’
বললাম, ‘যদি না ফেরে?’
বললো, ‘ধ্যাৎ, আমরা কি মানুষ নাকি যে অমন হবে!
ঠিক ফিরে আসবে।’
কি স্থির বিশ্বাস, আমি চেয়ে আছি।
আমাকে বললো, ‘তুমি অমন চেয়ে আছো কেন?
তুমি কি বন্দী? নাকি কারো প্রতীক্ষায় আছো?’
আমি? হেসে উঠলাম!
‘হ্যাঁ, সময়ের গারদে বন্দী।
আর প্রতীক্ষায় থাকি ঐ মেঘের।
তাই মেঘ ছোঁয়া বৃষ্টির জল ছুঁয়ে দেখি– মেঘ কতদূরে!’

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/১০/নী/জ

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন