জাহিদুল যাদু
★পথিক
দু’কলম লিখতে গিয়ে
চারপাতা পড়েছি
চারপাতা লিখতে গিয়ে
দু’কলম ভুলেছি।
আকাশ থেকে তারা পেড়ে
প্রিয়ার খোঁপায় গুঁজেছি
প্রিয়ার খোঁপায় ভাঁজ করে
প্রাণ ভোমরা রেখেছি।
নদীর জল ঘোলা করে
শান্ত জল চেয়েছি
শান্ত জল পান করে
অতুষ্টিতে ভুগেছি।
মৃগনাভি’র সুবাস বেড়ে
একটি পদ্য রচেছি
একটি পদ্য সৃজন তরে
প্রেমের সৌধ গড়েছি।
কতো রকম মিথ্যা ঘেঁটে
একটি সত্য পেয়েছি
একটি সত্য খুঁজে পেতে
আজন্মকাল হেঁটেছি।।
★★বিস্ময়!
আমাদের নিয়ম জানি ভিন্ন
তাহাদের মতো নয়
আমাদের বেগ অতি নগন্য
চিরাচরিত ধীর লয়।
আমাদের প্রকাশ খুব বিচিত্র
অনন্য নিরুপায়
তাহাদের আবেগ জরাজীর্ণ
কুৎসা রটনায়।
আমাদের আপন বেশ উদ্বিগ্ন
নিগৃহীত সে বলয়
আমাদের প্রেম যদি জঘন্য
পবিত্র কে বা হয়!