কবি তাহমিনা সুলতানার দু’টি কবিতা

একলা প্রহর

যখন আমি একলা থাকি
আমি কিছু শব্দ খুঁজি
যখন আমি একলা থাকি
আমি তখন ছন্দ লিখি।

আমার যখন একা প্রহর
জানালায় ঐ সবুজ পাখি
আমার যখন একা প্রহর
নিজের কথা বলতে থাকি

আমার যখন ভাল্লাগে না
তখন আমি কথা খুঁজি
মন খারাপের ক্লান্ত বেলায়
নিজের ভেতর গুটাই থাকি।

যখন আমার একলা লাগে
তুমি থাকো দীর্ঘশ্বাসে
অন্ধকার এই রাত্রি বেলা
জোনাক হয়ে হারাও শেষে!

★★বিরহ-কাব্য

তোমাকে ভুলতে গিয়ে ভুলে যাই নিজেকে
ভুলে যাই আমার সবটুকু আনন্দ
মনে পড়ে পুরাতন দিনের কথা
যখন তুমি এসে ভোলাতে ব্যথা

তোমাকে ভুলতে গিয়ে ভুলে যাই নিজেকে
ভুলে যাই আমার সবটুকু যন্ত্রণা
মনে পড়ে, এক অমাবস্যা রাতে
এসেছিলে তুমি জোছনা ছড়াতে

তোমাকে ভুলতে গিয়ে ভুলে যাই নিজেকে
ভুলে যাই অবেলা অভিমানী মন
মনে পড়ে, কুয়াশা ভেজা ভোরে
একটি শিশির বিন্দু নিলেম অধরে

তোমাকে ভুলতে গিয়ে ভুলে যাই
অনন্ত আকাশ,
মায়াবী পৃথিবী, এক সমুদ্র জল

এলোপাতাড়ি মন খারাপের দোলে
তোমার কথা হাতড়ে বেড়াই, ভুলে যাওয়ার ছলে।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়