হে জাতির পিতা, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
বাঙালির হৃদয়ে তুমি ছিলে
তুমিই থাকবে চিরকাল।
তোমার জন্ম না হলে
জন্ম হতো না এই দেশ,
তোমার জন্য পেয়েছি মোরা
স্বাধীন এই বাংলাদেশ।
তোমার নামে কত গীতিকার
লিখে যায় কত গান,
বাঙালির কাছে এখনও তুমি
রয়েছো স্মৃতিতে অম্লান।
তোমার নামে শত কবিতা
লিখে যায় কবিরা,
দেশের জন্য তোমার অবদান
ভুলবে না বাঙালিরা।
তোমার মত যোগ্য নেতা
কখনো জন্মাবে কি আর?
ইতিহাসে তুমি আছো মিশে
হয়ে বাঙালির কর্ণধার।
দেশের জন্য বিলিয়ে দিয়েছ
হাসিমুখে নিজের প্রাণ,
তাইতো তুমি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।