জাতির পিতা/জাহিদুল যাদু

টুঙ্গিপাড়ার সেই খোকাটা ভীষণই একরোখা
প্রকৃতির মাঝে হেসেখেলে বেড়ে শিখলো উদারতা।
মানুষের জন্য প্রাণ কাঁদে (তাঁর) মানুষের জন্যে লড়ে
মানুষের অধিকার আদায়ে (সে) রাজপথে নেমে পড়ে।।

চন্দ্র সূর্য পাহাড় পর্বত দুলে ওঠে এক ইশারায়
বাঙালি জাতি বীরের জাতি নেই কোন সংশয়।
যোগ্য নেতার তীক্ষ্ণ বাণী বাতাসে তপ্ত শ্বাস
সাড়ে সাতকোটি বাঙালি পেলো মুক্তির আশ্বাস।।

অগণন প্রাণে লাখো সম্ভ্রমে মিললো যে স্বাধীনতা
স্বাধীন দেশেই কাল রাত্তিরে বাঙালি হারালো পিতা।।