হরগিজ ঘুম আসছেনা, গভীর যামিনী
ঘুমিয়ে পড়েছে সবাই, নিষ্প্রভ দামিনী।
নাচদুয়ার খুলতে গিয়ে হলাম বিস্মিত
আহা! যামিনীর এ কী রূপ, পূর্ণেন্দু সস্মিত।
শীকর বহিছে ধীরে সবই যেন হিমিকা
মাঝে মধ্যে ডেকে উঠছে, আমার পোষা শ্বা।
চেয়ার টানি অলিন্দে পাতিলাম আসন
কি যেন এক মোহমায়া করিছে সংকর্ষণ।
যামিনীর এত শোভা, এত রূপ- তুলিব কার সাথে
স্বর্গের অপ্সরা? না না, সেও পড়ে পিছে।
পরপারে চলে গেলে পাব কী হেরিতে
যামিনীর এমনি রূপ, আমার এ দিঠিতে।
যদি দন্ডধর এক্ষুণি আসে- কী হবে উপায়!
হয়ে যাবে দন্ডাদন্ডি, স্বর্গে কী আসে যায়?