স্বাধীনতার অন্বেষায় চলেছি আমি বিস্তীর্ন মরুভুমি পথে।
একজন পাগলিকে দেখলাম রাস্তার আর্বজনা হতে খাবার কুড়িয়ে খেতে।
ক্ষুধার্ত পেট কি স্বাধীনতার অর্থ বোঝে?
স্বাধীনতার আনন্দে উল্লসিত হয়?
যে দেশে এখনো অসহায় মা বোন ধর্ষিতা হয়ে বিচারের আশায় দুয়ারে দুয়ারে ধর্ণা দেয়,
তার কাছে স্বাধীনতা কি অর্থহীন নয়?
রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রের ভয়ে
কিছু কুলাঙ্গার অমানুষের হাতে জিম্মি
অসহায় মানুষের কাছে ,
স্বাধীনতার স্বাদ কি আছে?
বেকারত্বের অভিশাপে যে যুবক
একটি সিঙ্গারা খেয়ে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটে,
সে কি স্বাধীনতার স্বাদ বোঝে?
হাসপাতালে মুমূর্ষূ রোগিকে রেখে
যে অভাবের তাড়নায় ওষুধ কিনতে হিমশিম খায়,
তার কাছে স্বাধীনতা কি মূল্যহীন নয়?
ভাত জোটেনা ও পাড়ার ছিদ্দিকদের বাড়িতে,
আমাকে একদিন বললো , দিদি স্বাধীনতা মানে কি?
বোঝাতে পারলাম না ওকে,
নিষ্পলক নেত্রে চেয়ে রইলাম,
শুধু অস্ফুষ্ট স্বরে বললাম,
সমাজের কাছ থেকে এর উপযুক্ত উত্তর চেয়ে নিও।
কিছু মানুষের জবরদস্তি,
অসহায় মানুষের কান্নার হাহাকার
এই কি স্বাধীনতা?
তবুও হাজারও না পাওয়া প্রশ্নের ভীড়ে
একটি আনন্দের খবরে ,
স্বাধীনতার সুখ ফিরে ফিরে আসে বাংলা মায়ের দুয়ারে।
স্বাধীনতা পেয়েছি বলেই লাল সবুজের পতাকাটি পত্পত্ করে ওড়ে বিশ্বের দরবারে।
স্বাধীনতার মানে বুঝতে হলে ফিরে যাও একাত্তরে।।