হঠাৎ !
তোমায় দেখে চমকে গেলাম , থমকে গেলাম
মুখোমুখি হতেই যেন বাকরুদ্ধ হয়ে গেলাম
দৃষ্টি অবনত করে আবার ফিরে তাকালাম ৷
কেমন আছ তুমি ? মৃদু স্বরে শুধালাম ৷
খানিক অপলক চেয়ে তুমি রইলে
কেমন আছ তুমি ? কাছে এসে সুধালে ৷
মৃদু হেসে বললাম খুব ভাল আছি
যেমন রেখেছ তুমি তেমনই তো আছি ৷
সেই চেনা মুখ সেই সে অধর
ললাট চিবুক আঁখি দুটি ডাগর
অবিনস্ত কুন্তলদাম ছড়িয়ে রাশি রাশি
মুখে লেগে আছে সদা সুকোমল হাসি৷
বললে চল কোথাও একটু বসি
বললাম আমি সেদিন তো হয়েছে বাসি ৷
দাঁড়িয়ে রইলে তুমি মুখখানি ভার করে
জানতে চাইলে পুনঃ ভুলে গেছ মোরে ?
কত দিন কত কথা কত শত আকুলতা
সকলই কী ছিল ভুল , সবই কী মিছে কথা ?
আমি বলি শোন তবে এখন যে হবে যেতে
আজ মোর তাড়া আছে শত কাজে আছি মেতে ৷
মলিন হেসে বললে এখন আসি তবে
এই শেষ দেখা নয় আবার যে দেখা হবে ৷
আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম ঠাঁয়
চেয়ে ছিলে মুখ পানে যতদূর দেখা যায় ৷
বুক চিরে বের হল তপ্ত দীর্ঘশ্বাস
জীবণ ফুরিয়ে যায় মেটেনা কভু আশ ৷৷