কাঠ কয়লার জ্বলনের মত মনের জ্বলনে
আমি জ্বলতে থাকি তুষের অনলে,
পুড়ে পুড়ে নিঃশেষিত জীবন আমার!!
আঁধার নামবে প্রকৃতির চারিপাশ
আমিও আঁধারে যাবো ভেসে,
নিঃশেষিত আমি অপেক্ষায় থাকবো তোমার।
কত সময়?
কত বছর?
আর কতোকাল?
আমি কষ্টে ভাসবো ?
তোমার অপ্রাপ্তিতে জানা নেই আমার!!
কষ্টগুলো বুকের মাঝে দলা পাকিয়ে যায়
সমুদ্রের ঘূর্ণায়মান ঢেউয়ের মতো
আমি নিশ্চুপ নিষ্প্রাণ!!
আমার মাঝে মাঝে মনে হয়
তুমি দাঁড়িয়ে আছো আমার শিয়রে
ঘুমন্ত মুখপানে চেয়ে
আমি দখিনা বাতাসে পাই তোমার গায়ের ঘ্রাণ।
চারিদিকে কত রঙ ,কত আশা,
কত আনন্দের ঢেউ !!
শুধু তুমি বিহীন আমি একাকী
নীরবে নির্জনে বসে গুনি অপেক্ষার দিনগুলি।
আমার তো নেই কেউ।