যে সীমান্তে দিগন্ত আমার/আঞ্জুমান আরা খান



মুখ থুবড়ে পড়া কোনো এক বসন্তে বিষণ্ণ পাখির
পালক ছুঁয়ে ছুঁয়ে তুমি যে কবিতা লিখেছিলে;
সেই কবিতা একদিন আমার হলো!
আমি সেখানে উচ্ছ্বাস মেখে বারোমাসি বসন্ত
আবাদ করার চেষ্টা করেছি।
কারো ভুলে যাবার সীমান্তে মনে রাখার দিগন্ত ছুঁয়েছি!
ওই যে আঠারোটি গোলাপ, তেত্রিশ বসন্ত,
এগুলো আমার কাছে এখন কালোবাজারী গল্প!
জানো তো দাপুটে মেঘের তর্জন গর্জনে
বর্ষণটা বরাবরই অল্প!
একটি গোলাপের অপেক্ষায়ও প্রেম বাঁচে অনন্ত..
কখনো একটি ক্ষণ কিংবা লগ্নও
জীবনের ফ্রেমে ধরে রাখে হাজার বসন্ত।
তেমনি নিখাঁদ কিছু প্রেম-পদাবলি যেচে দেন ঈশ্বর!
সে প্রেম-দীপাবলিই হয়তো জনম-জনম
থেকে যায় অবিনশ্বর!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান