এ আমি কেমন আমি
বুঝে উঠতেই পয়তাল্লিশটি বছর
এখন দুই সন্তানের পিতা
পিতৃবিয়োগের সতের বছর
মাতৃহীন সদ্য সাত রজনী।
তার কথা কি বলব
সে তো অনেক আগেই এতিম
আধাঁরেই খোঁজে তার বাবা-মাকে
আমাকে আঁকড়ে কিছু মুহূর্তের জন্য
এভাবেই তো বিশটি বছর একসাথে
অতঃপর বেশ আলোচনা দু’জনার….
ও বললো, এইতো জীবন
সময়ের স্রোতে বহু পথ পেরিয়ে
তুমি আমি মুন,তিথিরা
ঠায় পাবো কালের আবর্তে
হয়তো ইতিহাসের অতল গহব্বরে।
এক বর্তমান কড়া নাড়বে
তাদের আগামী হিসেবে অভিহিত করছি।
জানো, একটি প্রশ্ন খুব ভাবিয়ে তোলে
তুমি থাকবে না, আমিও থাকবো না
এভাবেই প্রজন্মের পর প্রজন্ম
হারাবে জন্ম জন্মান্তরে,তারপর?
হঠাৎ আমিও ভাবনার বিরম্বনায়
এ উত্তর আমারও যে অজানা——-
তারপর, তারপর !