বিষণ্ন কাটিয়ে ওঠো : কবি মাহমুদা রিনি

পৃথিবী, বিষন্নকাল কাটিয়ে এবার প্রেমময় হয়ে ওঠো। 
ছাল-বাকল ওঠা ঘেয়ো কুকুরেরা ফালাফালা করে ডাস্টবিন;
খাবারের আশায়! 
ওদের খাবার ছাড়া আর কোন দাবি নেই! 
বেশ্যা মেয়েটির ঘামের দামে ঝুপড়ি ঘরখানায় আলো জ্বলে না। 
স্যাঁতসেঁতে ঘরের নিবুনিবু আলোয় তবু মুখে রং মাখতে হয়! 
মানুষ হয়ে জন্মানোর কি অদ্ভুত দায়ভার!
গাছেরা বিবর্ণ, সবুজ ফিকে হতে হতে হলুদাভ, কুসুমকলি আনত,
ঝরে পড়তে চায় লজ্জায়। 
দগ্ধ সমাজে ফুল হয়ে ফোটা যেন স্পর্ধা অনিবার। 
বাতাসে বিষের গন্ধ, ভাসমান মৃত্যুর আলিঙ্গন। 
পৃথিবী, বিষন্নকাল কাটিয়ে ওঠো। 
বাতাস থেকে সরিয়ে দাও দুষিত কার্বন। 
মনন থেকে সরিয়ে নাও কুসংস্কারের বিষবাষ্প।

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/০৩/নী/জ

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়