বৃষ্টি আসুক বৃষ্টি নামুক/শাহনাজ পারভীন

শিরিস ফুলের মৌ-মৌ গন্ধে একবার বৃষ্টি হোক
ভালোবেসে জলে ভেসে যাক হিজলের ফুল
তমালের ঘনঘোর বন আর মহুয়ার সবুজ শ্যামল
একবার বৃষ্টি আসুক যুগল যুগল দিন ভিজিয়ে দেবার!

বৃষ্টি ঝরে পড়ুক মওলানা ভাসানীর বক্তব্যের মতো জ্ঞানগম্ভীর
বৃষ্টি ঝরে পড়ুক আঙুল উঁচিয়ে সোহরাওয়ার্দ্দী উদ্যানে বারবার
উজ্জ্বল ভাষণে বৃষ্টি জমে উঠুক গ্রানাইট পাথরে
ঝরে পড়ুক ভিক্টোরিয়ার শ্বেতপাথরের মতো জমাটবদ্ধ কবিতায়।

বৃষ্টি ঝরে পড়ুক কবিতার মতো, গল্পের গন্ধ ছড়িয়ে মাতাল
বৃষ্টি ঝরে পড়ুক বিকেলের মতো মায়াময় সান্ধ্য কফিতে
বৃষ্টি আসুক চুমুকে চুমুকে ধুমায়িত,
মৃত্যুনদী হেসে উঠুক জীবনের জয় আনন্দে আবারো।

জন্ম নিক নতুন জীবন উল্লাসে ট্রয় নগরীর আলোর বন্যায় অবিকল
রোগ, শোক, খরা ধুয়ে যাক; আকাশ জুড়ে মেঘ ভাসুক উল্লাসে,
লকডাউন, শাটডাউন ভেসে যাক নুহের প্লাবনের মতো প্রবল বন্যায়
মূসার লাঠির মতো নীলনদে
বৃষ্টি আসুক, বৃষ্টি নামুক উছল প্রপাতে, ঝুলন ঝরনায়
তোমাকে ভিজিয়ে দিতে আর আমাকেও আজ!

যশোর: ৮ জুলাই, ২০২১ খ্রি.