যাদুর রোজনামচা: সমস্ত পৃথিবীটাই যুদ্ধক্ষেত্র

জাহিদুল যাদু

আমি নারী সমস্ত পৃথিবীটাই যুদ্ধক্ষেত্র
ঘরে, স্কুলে, ট্রেনে, হসপিটালে সবখানে-
যে- দৃষ্টি, সবটাতে মিশে থাকে কামনা!

আমার গুণকীর্ত্তণ করা হয় বিশেষ উদ্দেশ্যে
সুবিধা প্রদান করা হয় বিশেষ উদ্দেশ্যে
ক্ষমতায় আসীন করা হয় সে-ও বিশেষ উদ্দেশ্যে!
দুধের বাচ্চা থেকে ধর্মভীরু সকলেই
আমাকে তোয়াজ করে বিশেষ উদ্দেশ্যে।

কাজ নয়, মেধা নয়, আমি মহিয়সী দেহে…বয়সে। গ্রহণযোগ্যতা কেবলই যৌবনে।
সমস্ত পৃথিবীটাকে আগলে রাখা আমি
নিরুপায় আলগা হই কৃতঘ্ন পুরুষের আক্রোশে, লোলুপ-ছলনে কখনো
করুণা বিলি-বণ্টনে।

উন্মাতাল সম্ভোগে কামবস্তু আমার নারী জীবন।

দিনের আলোয়, সম্ভ্রান্ত সামাজিকতায় আমি দেবী।
একান্ত নির্জনে একতাল সুস্বাদু মাংস ছাড়া অদ্যাবধি আর কিছু নই!


আমি সব পর করে আপন করি
আমি বুকে আগলে সোহাগ করি।


আমি পেটে ধরে বড়ো করি
আমি ক্লাান্তি শুষে ঋণী করি।


আমি সাহস জোগায়, স্নেহ-মমতায়
আমি খুব ভালোবেসে গান শোনায়।

আমি নারী সমস্ত পৃথিবীটাই যুদ্ধক্ষেত্র..

আমি ঠোঁটের কম্পনে চোখের ইশারায়
বীর্যবান করি যে পৃথিবীটাকে
সেই পৃথিবীটাই আমাকে
হেয় ক’রে, অপমানিত ক’রে
আঁধারে-আড়ালে গিলে গিলে খায়।।

@কপিরাইট_সংরক্ষিত।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়