শম্বুক রাত্রি একা জাগে গোপন প্রেমে
মেঘ নামিয়েছে কেবল বিরহী সুর
সময়ের বৃষ্টি আনে অবলা শ্রাবণ
বেজে ওঠে দেখো ঐ দূরে জল নুপুর
বিষাদ কেড়ে নেয় চাঁদ জ্বলা আকাশ
নীল জ্যোৎস্না কি ফোটে আজ রাতে একই
বৃষ্টি দেখে স্বপ্ন খোঁজা হয়নি বহুদিন
ইচ্ছে করে তবুও অরণ্যবাসি হই
মন কি পাখির মতোন ওড়া আকাশ
কোন ডালে গড়ে তোলে মায়ার আবাস
চাঁদ যদি জোৎস্না দেয়, ডুবুক এই মাঠ
ঘর যদি কালো রাত, উনুন জ্বলা কাঠ!