বঙ্গবন্ধু/এস ইসলাম রাজীব

তোমার স্বরে কাঁপে হায়েনা দল।
দুর্বলেতে শক্তি আসে, দেহে আনে বল।
তুমিই বাংলার যুদ্ধাস্ত্র- রাইফেল, মেশিনগান।
শত্রু পালায় ভয়ের চোটে খেয়ে বিষের বাণ।
করোনি তো কভু অমিত্রের সাথে চুক্তি।
লড়াই করে এনেই দিলে বাংলাকে চির মুক্তি।

তোমার বুকে তারাই চালাল রাইফেল!
যাদের শক্তি যোগাতে গিয়ে খেটেছ তুমি জেল।
চেয়েছিল করবে বিলীন তোমার অস্তিত্ব!
ব্যর্থ হলো তাদের চাওয়া রইলই তোমার নেতৃত্ব।

জানি মহামানবের কভু হয়না দেহাবসান।
শান্তির প্রতীক হয়েই তাঁরা উড়িয়ে যায় নিশান!
চির অমর তুমিও বাংলার আকাশে।
ছিল, আছে, থাকবেই তোমার প্রতিধ্বনি তার বাতাসে।