ছুটির দিন

অভিমান।।আঞ্জুমান আরা খান

আমি অপলক তাকিয়ে দেখি
আলো-আঁধারি খেলায় মেতে
তোমার অভিমান গলে পড়ে হেমন্ত শেষের রাত্রি ঘিরে!
ঘাসফড়িঙের পিছু নিয়েও আজও তোমার
অহেতুক অভিমান!

প্রথম বসন্ত।। রাজ পথিক

প্রথম যেদিন বসন্ত আমায় ছুঁয়েছিল,
পিঞ্জরে অনুভব করেছিলাম অদ্ভুত এক হৃদ-কম্পন,
কর্ণকুহরে বেজেছিল শিঞ্জন।
অসময়ে রংধনুর আভা টেনে-হিঁচড়ে
বের করেছিল উন্মুক্ত আকাশ তলে।
সেই থেকে শুরু বসন্ত বাতাসে….
নীলার বুকে ঘুড়ি উড়ানো।

সুখের নিবাস।।অলিয়ার রহমান

কোথায় বাঁধবে ঘর
হিরন্ময় পাহাড়ের গায়?
শাপলার গন্ধে ভরা
ঝিলের জলের পাশে নয়?
সোনালী আবাস যদি
গেঁথে যায় জীবনের সাথে,
মানবতা কেঁদে যায়
ধবল জোছনা ভরা রাতে।

রক্তাক্ত সিঁদুর।। সাধন কুমার দাস

চল্ রক্তস্নানে, জেগে ওঠ্ উন্মাদ হায়েনারা
কত হবে আর সিঁদুর খেলা, এই মাটিতে না
উত্তাল সোনালি আলোয় জ্বালাবো মায়ের মুখ,
জ্বলবে ওদের ভেতর-বাহির কেড়ে নেবো সব সুখ
অসাম্প্রদায়িক নীতি কথা ওরা ভয়েই শুধু বলে
জীবন নেবো হেঁচকা টানে, নেবো ধর্মান্ধতার ছলে।

ভুয়া।। তাছাদ্দুক হোসেন

নিত‍্যি রাধা নিত‍্যি বাড়া
হেসেল ঘরে জীবন সারা
এক্কেবারে শেষ,
ধোয়ায় দেহ কালচে কালো
চোক্ষে জ্বলে সুখের আলো
আউলে কালো কেশ!

জেগেই ছুটা ভাগ‍্য লয়ে
হন্ত এবং দন্ত হয়ে
সুখের ঘরে রোজ,
হাভাতে দল উদর ভরে
ঢেকুর তুলে আয়েশ করে
গিলতে বসে ভোজ।

ধন‍্যি ভায়া বামার ভূমি
ধন‍্য ভুয়া আমরা,তুমি।

আমার কোন অভিযোগ নেই।। জয় মজুমদার

আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;
তুমি এসেছিলে সূর্য উদয়কালে-
প্রভাত বেলা না শেষ হতেই ;
আবার চলেও গেলে ভুল বুঝে।

তাতে আমার বিন্দু মাত্রও দুঃখ হয়নি –
কিন্তু যতসামান্য অনুভব করেছি;
আচ্ছা বলতে পারো??
আমার অনুভূতি কি তোমার নিকট মূল্যহীন !

হঠাৎ আসলে কেনো?
নিষ্পাপ অনুভূতি গুলোকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে;
আবার চলেও যেতে পারলে?

সত্যি বলছি আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;
নিমিষেই, নিভৃতে যতনে সব মেনে নিয়েছি-
আমার ভাঙ্গা গড়া দেহে।

অশ্রু মাখা বিসর্জনে রাঙিয়ে দিয়েছি-
আমার অবচেতন মন;
অভিযোগের হালখাতায় –
হিসাবগুলো বেশ জমেছে পাকা ;
তারপরও বলবো আমার কোন অভিযোগ নেই –
নেই কোন অভিমান ।

তোমার ভালো থাকার অনুনয় –
আমার প্রার্থনার কুঁড়েঘর ;
যে কুঁড়েঘরে একটু সুযোগ পেলেই –
জমিয়ে দেই প্রার্থনার আসর ।

মনের জানালায় উঁকি দিয়ে-
নিষ্পাপ পলকে বলতে চাই;
আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;

সকল অজুহাত গুলো কে দূরে ঠেলে দিয়েছি-
জল্পনা কল্পনার বহির্গমণে-
সত্যি বলছি আমার কোন অভিযোগ নেই ;
নেই কোন অভিমান।

মুছে যাওয়া স্মৃতি।। তাহমিনা সুলতানা

পৃথিবীর শরীর থেকে মুছে গ্যাছে পুরাতন পৃথিবী
কৃষ্ণচূড়ার তীব্র লালের পাশে সুরেলা কিছু দিগন্ত
প্রতীক্ষার পাহাড়ে ডানা ঝাপটায় রুপোলী ঝর্ণা
হাতের কাছে পড়ে থাকে – এলোমেলো বিরাগী বসন্ত

এসেছে হেমন্ত দিন।।মাহমুদা রিনি

ধানের শীষে পৌঁছে গেছে খবর
আসছে নবান্ন! সোনারং ধরা ফসলের
মাঠে উঠছে ধোয়া!
কাকের চক্ষু ধুসর, ডানায় ভারী নিঃশ্বাস!
শিশিরে ভিজে ভিজে হিম রাত্রির বারতা
বয়ে আনে একঝাঁক বালিহাস।