আমি নারী / শীলা প্রামাণিক

আমি নারী
কখনো বৃষ্টি হয়ে ঝরতে পারি
কখনো অগ্নি হয়ে জ্বলতে পারি।
আনন্দে হা-হা করে হাসতে পারি
দুঃখ পেলে হু-হু করে কাঁদতে পারি।
আদর দিয়ে সোহাগ দিয়ে আপন ভেবে জড়াতে পারি
প্রয়োজনে প্রতিবাদের খড়গো হাতে অসুর নিধন করতে পারি।
ন্যায়ের পক্ষে ছাতা ধরি
অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করি।
আমি তনু, আমি নুসরাত, আমি তন্বী
আমার বক্ষে জ্বলে লাঞ্ছিতা ধর্ষিতার অগ্নি-বহ্নি।
আমি কখনো ধ্বংসের নৃত্যে উন্মত্ত
কখনো সৃষ্টির আনন্দে গর্বিত।
কখনো অসহায়
কখনো রণচণ্ডী রূপে রুখে দাঁড়াই।
আমি নারী
কখনো বহুরূপী, ছলনাময়ী
কারণ সমাজে সতত ঘুরে বেড়ায় ছদ্মবেশী মুখোশধারী।
আমি নারী
আমাকে প্রতিদিন বাঁচতে হয়
কারণ আমি নিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াই।
জন্ম থেকেই জ্বলছি
শত উত্তাপেও আমাকে পোড়ানো যায় না
আমি নারী আমি বলছি।
আমি পাপ- তাপ গ্লানিময় পৃথিবীর আঁধার ঘুচাই
আমি নারী বলে, মানুষ বলে একটু সম্মান চাই
নারী-পুরুষের সমতার অধিকার চাই।

কবি Nasir Ahmed Kabul

সকল পোস্ট : Nasir Ahmed Kabul