কথা দিলাম।/ সুপ্রিয়া বিশ্বাস।

গভীর সমুদ্রের বুকে একাকী অন্ধকার রাতে
দাঁড়িয়ে ছিলাম আমি তোমার প্রতীক্ষাতে।
চারিদিকে শুধু থৈ থৈ থৈ অসীম জলধারা,
আকাশের তারারাই আমায় শুধু দিচ্ছে পাহারা।
কুলকিনারাহীন দিশেহারা আমি
ব্যাকুলতায় ভরা নয়নখানি।
পিঠের উপরে খোলা চুলে আচম্বিতে
তোমার শান্ত হাতের স্নিগ্ধ ছোঁয়ায়
ভয়হীন হলো অন্তরখানি।।

এমন হাজার সমুদ্র পাড়ি দিতে পারি
যদি হাতখানি শুধু না দাও ছাড়ি।
গহীন সমুদ্র আর অমাবস্যার অন্ধকার রাতি
কোনোকিছুতেই নেই ভয় আমার
যদি হও তুমি পথের সাথী।
নিঃসীম অন্ধকারে গহীন সমুদ্রবক্ষে
তুমিই আমার হাজারো তারার বাতি।

তুমি আমায় নিয়ে বানাবে তাজমহল
অথবা রচিবে প্রেমের কবিতাখানি
এতটা চাইনি আমি!
শুধু ভীতিময় রাতে হাতে হাত রেখে
বলেছ ,”আমি তো আছি”!
সবকিছু পাওয়া
সুখ আর চাওয়া
নেই আর আজ বাকি।
সমুদ্রকে সাক্ষী রেখে কথা দিলাম আজি,
হাতে হাত রেখে চলব দুজনে যতদিন ধরণীতে আছি।
সুখে-দুখে সকলে এমনি করে যেন হাজারো বছর বাঁচি।