সুইসাইড কেন/ হুমায়ুন কবীর


(উৎসর্গ: যারা সুইসাইড করতে চায় কিন্তু এখনো করেনি তাদেরকে )

অস্তিত্বের যন্ত্রণা দগ্ধ করছে, তা করুক না।
এক বিপন্ন বিস্ময় গ্রাস করছে,তা করুক না–
তাই বলে সিলিং ফ্যানে ঝুলে পড়বেন কেন?

অসীম শূন্যতায় মন ছেয়ে যাচ্ছে, যাক না।
অনেক অভিমানে বুক ভরে যাচ্ছে,যাক না—
তাই বলে দড়ি হাতে গোপনে ছুটবেন কেন?

হতাশা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে ধরুক না।
প্রাপ্তির সমীকরণে ফল শুন্য, তা হোক না–
তাই বলে চলন্ত ট্রেনে মাথা দিবেন কেন?

উৎকণ্ঠায় হৃদয় দ্বার রূদ্ধ হচ্ছে, হোক না।
একাকীত্বের যন্ত্রণা কুরে খাচ্ছে, খাক না
তাই বলে নদীতে ঝাপিয়ে পড়বেন কেন?

চেহারায় পড়ছে বিষণ্ণতার ছায়া ,পড়ুক না।
শঙ্কা- ভয় তাড়া করে ফিরছে, তা ফিরুক না–
তাই বলে দালান থেকে লাফ দিবেন কেন?

দুঃখের আগুনে যদি মন পোড়ে, পুড়ুক না।
যদি প্যানিক ডিসঅর্ডার দেখা দেয়, দিক না
তাই বলে মুঠো মুঠো স্লিপিং পিল খাবেন কেন?

যদি সেপারেশন অনিবার্য হয়, তা হোক না।
যদি ডিভোর্সই সমাধান হয়, তা হোক না–
তাই বলে ঢক ঢকাঢক ড্রিংক করবেন কেন?

মেন্টাল স্ট্রেসে যদি মন ভেঙে যায়, ভাঙুক না।
যদি ঝড়- ঝাপটায় দুমড়ে-মুচড়ে দেয়, দিক না–
তাই বলে স্বেচ্ছায় নিসর্গ ত্যাগ করবেন কেন?