ছুটির দিন

বিদায় বেলা।। চন্দ্র শেখর বিশ্বাস

যখন আমার দিন ফুরোবে যৌবন হবে গত
নুইয়ে পড়া শরীর খানি ব্যাধি কত শত ৷
চোখের দৃষ্টি ঝাপসা হবে দাঁতের পাটি পড়বে খসে
চুল গুলি সব এলোমেলো চক্ষু যাবে কোটরে বসে ৷

কে আমি? কাজী লীনা আরাফাত

ইদানিং আমার কথাগুলো
ভেসে যাচ্ছে ঐ দূর অজানায় ,
যেন কথামালা গুলো গুচ্ছ-গুচ্ছ
মেঘ হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে।
কথামালাগুলো অজানা বাতাসে
ভেসে ভেসে চলছে তো চলছেই ,
যেন কোন শব্দতরঙ্গ , তাদের
অজানা রাজ্যে নিয়ে যাচ্ছে ।।

নিয়ম।। মানবেন্দ্র সাহা

পথে পথে ছোটে বসন্তের আগমনী বার্তা
পুষ্পে পুষ্পে প্লাবিত হয় ধুধু প্রকৃতির প্রেমময় রুপ
বাতাসের আলিঙ্গনে লুটিয়ে পড়ে
মৃত্তিকার ভারী দেহে অলক্ষিত অনুভব,
অনবরত সুগন্ধি ছড়ায় শিউলি, কদম, কামিনী
যৌবন বিস্তৃত যমুনার জোয়ার এইতো জীবন।

কাব্য নয় গল্প।। পার্ল পার্লি

কাব্যকথা অনেক হলো
আজ একটা গল্প শোনাই
আমার ছোট্টবেলার মনপাড়াতে
একটি মেয়ে বসত করে।
শ্যামলা বরণ,পিঙ্গল কেশ
ছিপছিপে গা,দেখতে বেশ।
যেথা ইচ্ছা,সেথায় বেড়ায়
গল্প কুড়ায়, ঝুলি ভরায়।

সেই মেয়েটি আজকে কেমন!
কোথায় আছে,কার কাছে কী

সুতোয় বাঁধা মন।।হামিদা বানু মৌসুমী

আকাশে উড়তে উড়তে ভোকাট্টা হয়েছে প্রেম
রাঙা মেঘ এসে নিয়ে গেছে তারে
এখন সে বৃষ্টি হয়ে ঝরে।
সুতোয় বাঁধা মন
পারে আছে ঘুড়ীর কাছে প্রেমের পিছে
এখন সে বনবাসী
এখন সে পরবাসী।

কেতাদুরস্ত।। সাধন কুমার দাস

কী আশায় দিয়েছিল ঠাঁই, পেলে সাধারণের মন
শপথ ভুলে বেজায় মত্ত ভোগবিলাসী জীবন
ফুলের মাঝে হারিয়ে ক্ষণিক নিষ্পাপ চরিত্র গঠন
নরকরাজ্য কাঁটায় বিঁধে হচ্ছে যে তার মরণ