এবি ছিদ্দিক’র দুটি কবিতা

মনোরোগ
শোনো, দয়িতা
আজকাল আলুথালু প্রেম
অনাহারি বাতায়ন
স্বাগত জানায় সেলাইবিহীন পকেট!
আর তুমি খোঁজো লাখারাজ, মাসুলহীন প্রেম!
দ্যাখো, কেমন করে আন্ধার রাত
পাহাড়ী জমি মেপে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে
ট্রেনের পরিত্যক্ত বগীতে!
সংঘাতটা ভাগ চেয়েছিলো
একটি তেল চিটচিটে চিরুনী
আর এক টুকরো রুটির!
শর্তহীন স্বাগত শব্দ!
তাকিয়ে থাকে আকাশ পানে!
এমন কোন বনেদী ওষুধ নেই
যা তোমার মনোরোগের অব্যর্থ দাওয়াই হতে পারে!
এ ব্যাধিঘোর ব্যবিলনের শূন্য উদ্যান!
কেবল হলফ করে বলতে পারি মৃত্যু অনিবার্য…

উড়াল পঙ্খি
হাত ফসকে উড়ে গেছে উড়াল পঙ্খি!
এখন আর রহস্য ঘেরা বুলি নেই
কাজল কালো চোখ দেখি না
সকাল-সন্ধ্যার সম্ভাষণ শুনি না!
হন্তদন্ত হয়ে খুঁজেছি—
এখনও খুঁজি
হয়তো আমিই অন্ধ!
কিম্বা সে স্বেচ্ছায় অন্ধ!
একদিন উচ্চারণ করেছিলো…কবিতা
ভাবলাম পাখিটা পোষ মেনেছে…
কে জানতো!
এটাই ছিলো তার উড়ে যাবার উচ্চারণ!

আঞ্জুমান আরা খান/সাহিত্য সম্পাদক/আজ আগামী ২৪.ডম

মন্তব্য করুন