মনে পড়ে গেল/শ্রীমতি শিখা রাণী

মনে পড়ে গেল
এক টাকায় চারটে লজেন্স চোষার কথা!
মা বলেছিল- খাসনে, কৃমি হবে;
শরীরের চুলকানি বাড়বে ,
তবুও হাফ প্যান্টের শিকেতে লুকিয়ে চলত খাওয়া ।

আমি বেশ কটা ময়ূরের পালক পুষতাম বইয়ের ভাঁজে,
সরষের তেল চুরি করে খাওয়াতাম,
অপেক্ষায় থাকতাম কিন্তু বাচ্চা দেয়নি !

হরিশ কাকার পুকুর ঘাটে শেওলা জমে গেছে;
কলাগাছের বাকলে মাছ ধরে রাখার কায়দাটা সবার মধ্যেই ছিল,
কলা আছে শুধু বিলটাই নেই !

নেই বিলের অসার বুকে লংঝাপ
নাসিকার নিচে জন্মানো পলিমাটির গোঁফ
ঘরে ঘরে জেলে সাজা আর পুঁটি ধরে ইলিশের আনন্দ ।

সম্পাদনা/আঞ্জুমান আরা খান/আজ আগামী

মন্তব্য করুন