তুমি চাইলে/ সফির আহমদ কামাল

তুমি চাইলে
বিরাণ ভূমিতে গোলাপ হয়ে ফুটতে পারি
দিতে পারি বরফগলা নদী থেকে একফোঁটা স্ফটিক জল।

তুমি চাইলে
দুঃখগুলো শুষে নিতে পারি মরুভূমি হয়ে
কষ্টের নীলরঙ রাঙিয়ে দিতে পারি
বিকেলের নরম কমলা রোদে।

তুমি চাইলে
জলতরঙ্গে বিলীন হবো নিষ্প্রভ মুগ্ধতায়
হারানো সুরে খুঁজে নেবো নতুন সুরের লহরী।

তুমি চাইলে
নিশাচর হয়ে কড়া নাড়বো মনের দরজায়
মধুর আবেশে হবো নীল ভোমরা।

তুমি চাইলে
তোমার পৃথিবীতে হবো স্বপ্নের ফেরিওয়ালা
ফেরি করে যাবো তোমার সকল রঙিন স্বপ্ন।

তুমি চাইলে
হতাশার মেঘ হতে খুঁজে নেবো নীলিমা
আলেয়ার আলোতে রাঙাবো সুখের প্রহর।

তুমি চাইলে
প্রেমের কুহেলিকায় হবো টলমল শিশির
উড়ন্ত শাম্পানে হবো উদ্দেশ্যহীন যাত্রী।

তুমি চাইলে
রঙচটা পৃথিবীর পাতায় শুঁেক নেবো তোমার গন্ধ
বেলীফুল হয়ে সৌরভ ছড়াব তোমার খোঁপায়।

তুমি চাইলে কিংবা না চাইলেও
আমার পৃথিবী চিনে নেবো তোমার ওই নীল আঁখিতে
খুঁজে নেবো পৃথিবীর সব সুখ
তোমার প্রেমের সৌরভে।

মন্তব্য করুন