হুমায়ূন আহমেদ/লুৎফর রহমান রিটন

তার ছিলো এক জাদুর কলম সেই কলমে সে–
এই দেখো না কত্তো রকম কাণ্ড করেছে!
‘বোতল ভূত’-এর ‘একি কাণ্ড!’ কাণ্ড ভয়ংকর
একের পর এক কাণ্ড ঘটায় নিপূণ জাদুকর।

জাদুকরের কীর্তি দেখে আমরা অবাক হই
‘পুতুল’ নামের বই পড়েছো? মন খারাপের বই।
বলে বলে শেষ হবে না তার যে কতো গুণ
এই জাদুকর সবার প্রিয়। নামটা হুমায়ূন।

তার কলমে ঝরতো কেবল মুক্তো রাশি রাশি
মুক্তোগুলোয় কান্না ছিলো, মুক্তোগুলোয় হাসি।
তার লেখা বই, বইয়ের পাতায়, অক্ষরে অক্ষরে
মমতা আর মায়ার ভুবন। মুক্তো ঝরে পড়ে।
যে গল্পটাই লিখতো সেটাই হতো পাঠক-প্রিয়
অলৌকিক এক গল্প কথক! সে অতুলনীয়।

তার ছিলো খুব বৃষ্টি বিলাস, ভিজতো সে বৃষ্টিতে
মুগ্ধ এবং আকুল হতো মেঘের সিম্ফনিতে!
তার আকাশে মেঘের সাথে রোদের লুকোচুরি
তার আকাশে উড়তো পাখি, নানান রঙের ঘুড়ি।
রবীন্দ্রনাথ আসতো নেমে জোছনা ভরা রাতে
চাঁদের সাথে মিতালি তার সখ্য তারার সাথে।
দেখলে তাকে উঠতো হেসে বৃক্ষ-লতা-ঘাস
এসব ঘিরে নির্মিত তার গল্প-উপন্যাস।

বিচিত্র সব মানুষ ছিলো তার কাহিনি ঘিরে
মানুষেরাই তার রচনায় আসতো ফিরে ফিরে।
এই প্রকৃতি এই মানুষের স্বপ্ন এবং আশা
ওদের জন্যে হুমায়ূনের বিপুল ভালোবাসা…

পূর্ণিমারই আলোর প্লাবন জোছনা রাতের বনে
হচ্ছেটা কি ‘বোকা রাজার সোনার সিংহাসন’-এ?
‘এংগা বেংগা চেংগা’রা সব ধিতাং ধিতাং নাচে
অচিন দেশে ‘নীল মানুষ’ আর ‘কানী ডাইনী’ আছে।
‘ভূত মন্ত্র’ ‘মজার ভূত’ আর নানান রকম ভূত
কাণ্ড করে মজার মজার কাণ্ড কী অদ্ভুত!
‘ভূত ভূতং (আর) ভূতৌ’ লিখে বাঁধালো শোরগোল
‘আমার ছেলেবেলা’য় দেখি শৈশব-কল্লোল!

পিঁপড়ের নাম ‘পিপলি বেগম’ বাহ্‌ কী চমৎকার!
মজার কাণ্ড-কীর্তিতে তার সাজানো সংসার।
মায়াবতী রূপবতী রাজকন্যের জয়
‘বনের রাজা’ সিংহ মামা, শেয়াল মোটেও নয়!
হুমায়ূনের উড়ালপঙ্খী নীলাভ জোছনায়
‘ব্যাঙ কন্যা এলেং’ সবার বন্ধু হতে চায়।

‘হলুদ পরী’ নৃত্য করে আষাঢ়- চৈত্র মাসে
‘রাক্ষস খোক্কসের সাথে ভোক্কস’টাও হাসে!
‘নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ’-এ
‘মিরখাইয়ের অটোগ্রাফ’টা সত্যি দারূণ লাগে!
একটা নতুন ‘সূর্যের দিন’ এমনি এমনি আসে?
জোসনাপ্রেমিক এই হুমায়ূন দেশকে ভালোবাসে।

বন্ধু আমার হারিয়ে গেলে কোন্‌ সে অচিনলোকে?
‘নীল হাতি’টা কাঁদছে দেখো হুমায়ূনের শোকে!
সবই আছে আগের মতোন, কেবল তুমি নাই
তোমার নামের স্মৃতির পিদিম তাইতো জ্বেলে যাই।

শ্রাবণ মেঘের দিনগুলো আজ শোকাশ্রুতে ভরা
তোমায় নিয়ে লিখছে কবি বিষণ্ণতার ছড়া…
রচনাকাল/ ২৫ জুলাই ২০১২

[ সূত্র/ গণেশ ধনেশ রণেশ এবং ভূতের বাচ্চাঃ লুৎফর রহমান রিটন। প্রকাশক চন্দ্রাবতী একাডেমি। প্রকাশকাল ২০১৩ ]

মন্তব্য করুন