৭ই মার্চ/ অলোক আচার্য



একটি ফাল্গুন, আজও যেমন কৃষ্ণচূড়া ফুটে
সেদিনও ফুটেছিল স্বাধীনতার অতৃপ্তি নিয়ে।
সেদিনও হেঁটেছিলো বাংলার মানুষ এই রাজপথে।
একসাথে মিছিলে,স্লোগানে কেঁপেছিলো রেসকোর্স ময়দান।
এখান থেকেই কেঁপেছিলো শাসকের বুক
সেদিন বাংলার মানুষের হৃদয় জুড়ে
না পাওয়ার তৃষ্ণা বহু বছরের ক্ষোভ। প্রতিটি বাঙালির
পেশী তখন জ্বলছে; আর কত অপেক্ষা?
প্রিয় নেতার মুখ থেকে কখন শুনবে স্বাধীনতার ডাক?
মুষ্ঠিবদ্ধ হাত,চোখে প্রতিশোধ; যেনো এতদিনের শোষণ
মুহূর্তেই পিষে যাবে সেই হাতে।
বাঙালি সেদিন পেয়েছিলো মুক্তির ঠিকানা, হয়েছিলো অবসান।
মুক্তির বাণী শুনতে সেদিন
ছুটেছিলো মুক্তিকামী মানুষ।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন