আমার দেশ।। জাহিদুল যাদু

আমরা বেড়ে উঠেছি উর্বর পলি মাটিতে
দূর্বা ঘাসের স্বচ্ছ শিশির বিন্দুর মতো
পরিশ্রমী বিন্দু বিন্দু ঘামে বেড়ে উঠেছি,
হাসতে হাসতে,খেলতে খেলতে….
এখানে ঘুম যাই ঘুম ভাঙে মায়ের মমতায়
ষড়ঋতুর বারটি মাসে পাখিরা গান গায়
নরম বাতাসে জীবনের গল্প ভেসে বেড়ায়।

এখানে মায়ের মুখের বুলিতে কথা বলি
মায়ের বুলি কিনেছি বুকের রক্ত ঢালি
শোষকের বিরুদ্ধে সোচ্চার জাতি
অদম্য বাঙলা,অপ্রতিরোধ্য বাঙালি।

আমরা বেড়ে উঠেছি স্বাধীনতা-সার্বভৌমত্বে
হিন্দু, মুসলিম,বৌদ্ধ,ক্রীশ্চান সবে মিলে,
নদীর স্রোতের মতো দূর্বার সে অর্জনে
জয়বাংলা স্লোগানে বেড়ে উঠেছি
হেলতে হেলতে,দুলতে-দুলতে…
এখানে লক্ষপ্রাণের দামে পতাকা উড়ছে বার মাস
এখানে বার মাসে শহীদ আত্মার পদাবলী
এখানে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি।

এখানে ত্রিশ লক্ষ শহীদের অমর গাঁথা
এখানে দুই লক্ষ মা বোনের ক্রন্দন গাঁথা,
এখানে মরণকামড়ে এসেছে স্বাধীনতা
এখানে দুর্দমনীয় বাংলা,বাঙালি, জাতীয়তা।

বিশ্বাসঘাতকের কালো থাবায় বারবার কেঁপে ওঠে
বাংলার নিরীহ ভূমি
উন্মত্ত ভয়াল কালরাতে পৈশাচিক উল্লাসে মাতে
বিষধর কাল-ফণী
এখানে পিতার বুকে গুলি চলে নির্বিচারে
মাতা-রেণু বুলেটবিদ্ধ বিস্ফারিত চোখে –
পানের ডিব্বা ছিটকে মেঝেতে লুটে;
জামালের টুপি রক্তাক্ত আছড়ে পড়ে ,
কামালের বেহালা করুণ সুরে কাঁদে,
কর্ণেল জামিল, নাম না জানা তরুণ-
কাজের মেয়ে বকুল মুখ থুবড়ে পড়ে।

পুত্রবধুদের মেহদীমাখা হাত বেয়ে রক্ত ঝরে
এখানে অবুঝ শিশু রাসেল নির্মম শুধু মরে
এখানে ভেঙে চুরমার সাজানো সংসার…
নূর হোসেন স্লোগান লেখে বুকে পিঠে
এখানে-ই জীবন যায় গণতন্ত্র পুনরুদ্ধারে
অধিকার আদায়ে রাজপথ বারবার রক্তে ভাসে।
এখানে কৃষকের ঘাম ঝরে
এখানে আজন্ম সংগ্রাম চলে
এখানে ভালোবেসে মরে মুজিব
এখানে মা,মাটি, মাতৃভাষা চিরঞ্জীব।

এ আমার দেশ পরম আরাধ্য সাড়ে তিনহাত ভূমি
এদেশেই বারবার জন্মে জয়বাংলা গাইবো আমি।

#কাব্যগ্রন্থ ‘একা’।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন