আষাঢ়ী গান/ সুপ্রিয়া বিশ্বাস

যখন আমার কষ্ট নামে চোখের তারায়,
আষাঢ়-শ্রাবণ পার হয়ে যায় বৃষ্টি নামায় বর্ষাধারায়!
বুকের ভিতর কষ্টগুলো মুচরে পড়ে
আহত পাখি গাছের ডালে
ডানা ঝাপটিয়ে কান্না করে
যেমন করে,
মনের মধ্যে গোপনে বয় ঝরনাধারা তেমন করে।
মিথ্যা বুলি,
চোর যখন সাধুকে শোনায় ধর্ম কথা।
মর্মবাণী বুঝতে বুঝতে কান্না চাপি,
বেঁচে থেকেও কেমন যেন মৃতের মতো পড়ে থাকি।
চারিপাশের অসংলগ্নতায় জীবন যেন ভীষণ দুখি-
মাঝে মাঝে ভারসাম্যহীন,
রিক্ত চোখে তাকাই আমি এদিক ওদিক।
কষ্ট ভীষণ চোখের ভাষায়-
কেউ বোঝে না দিন কেটে যায় কঠিনতর অমানিশায়।
তবুও ভীষণ আশাবাদী,
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
মেঘেরা সব দল বেঁধে যায়
এপাড় থেকে ওপারে ধায়
মাতামাতি, গলাগলি
মেঘের মতো তোমার সাথেও ভাসতে ভারি ইচ্ছে হয়।
আষাঢ়ী গান,
টেপ রেকর্ডার,
ভীষণ আমি ভালোবাসি।