কবিতার দুর্জয় শক্তি/শীলা প্রামাণিক


কবিতা আমার প্রাণ কবিতা আমার জীবনের গান।
আমি জেগে উঠি কবিতার শব্দে
কবিতার আলতো পরশে আমি ঘুমের কপোল ছুঁই
অনাবিল নিশ্চিন্তে।
কবিতা আমাকে দিয়েছে জীবনের আস্বাদ
কবিতা আমার মুছেছে ক্লান্তির অবসাদ।
কবিতাকে ভালোবেসে কবিতার সাথে করি বসবাস
কবিতা আমার মুমূর্ষ মুহূর্তে ফিরে পাওয়া নিঃশ্বাস।
কবিতা আমার সিথানের পাশে রাত জাগা পাখি
কবিতাকে আমি জীবনের পরতে পরতে আগলে রাখি।
কবিতাকে ভালোবেসে কবিতার স্রোতে ভেসে যাই
আমি বেলা-অবেলায় কবিতার গান গাই।
আমি তোমার মাঝে কবিতাকেই ফিরে পাই
আমি কবিতার কাছে ফিরে ফিরে যাই।
আমি কবিতায় করি যাপন
তোমার মতোই কবিতা আমার একান্ত আপন।
আমি নিজেকে ভুলে গেলেও কবিতাকে যত্নে রাখি
আমি তোমার চোখে কবিতার প্রতিচ্ছবি আঁকি।
আমি অশুভ-অমঙ্গলে কবিতার নিশান উড়াই
মঙ্গল দেবতার পায়ে অঞ্জলি দেবো বলে কবিতার ফুল ফোটাই।
কবিতা কখনো শান্ত জলধি
কখনো কবিতার শরীরে প্রতিবাদের উত্তাপ
সমাজের দেহে অসুস্থতার সংক্রামক স্ফুলিঙ্গে
ক্রোধে জ্বলে উঠে কবিতাই মুছে দেয় অভিশাপ।
চারিদিকে ভেসে আসে অবিচার অনাচার ব্যাভিচার
অসহায় আমি কবিতায় তুলি দ্বিধাহীন ফুৎকার।
আমি মানবিকতার চরম বিপর্যয়ে কবিতায় খুঁজি আশ্রয়
কবিতা এক শান্তির নীড়, কবিতার বুকে নেই সংশয়।
শুধু কবিতার জন্য একটি জনম সুখে কাটিয়ে দিলাম
কবিতার জন্য আমি বারে বারে জন্ম নিলাম।
শুধু কবিতার জন্য এ জীবন অনায়াসলব্ধ হয়ে উঠল
কবিতার জন্য একটি শুষ্ক নদী স্রোতস্বিনী হলো।
শুধু কবিতার জন্য আমি মরতে চাই না
শুধু কবিতার জন্য এ ভুবন ভালোবেসে থেকে যেতে চাই।
শুধু কবিতাকে সাথে নিয়ে আমি নায়াগ্রা জলপ্রপাত পেরিয়ে যেতে পারি
শুধু কবিতাকে ভালোবেসে আমি কখনো বাউণ্ডুলে কখনো ফেরারি ।
কবিতা সুখে থাকলে আমি হেসে হই রুপোর মতো ঝলমল
কবিতার শরীরে কষ্ট বুনলে আমি হই শোকে বিহ্বল।
কবিতাকে ভালোবেসে কবিতার দেহে তুলি কলরব
কবিতা আমার প্রাণের বনে ফাগুন উৎসব।
কবিতায় খুঁজি শব্দ-ছন্দ কবিতায় খুঁজি সুর
কবিতার আলিঙ্গনে হয় অশুভ দূর।
চৈত্রের খরায় দাবানল জ্বলে, ঘটে আগ্নেয়গিরির অগ্নুৎপাত
বৈশাখী ঝড়-জলোচ্ছ্বাস নিভে দেয় সব কবিতায় হঠাৎ।
জীবনের যত উত্থান-পতন কবিতাতে হয় লীন
কবিতা এক অজেয় শক্তি কবিতার কাছে শোধ না হওয়া ঋণ।
যুদ্ধ-হানাহানি সৃষ্টি-ধ্বংস আছে পৃথিবী জুড়ে
কবিতায় মিশে একাকার হয় শান্তি সুরে।
কবিতা আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে শিরায় উপশিরায়
আমি বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এসে কবিতার কাছেই ফিরে যাই।
কবিতা আমার জীবনে মরণে একান্ত সাথী
জীবনের যত রূঢ়তা আমি কবিতায় ভুলে থাকি।
আমি কবিতাই করি নিজেকে সমর্পণ
কবিতার বিরহে হয়তো একদিন হব অতল গহ্বরে বিসর্জন।
কবিতা এক দুর্জয় আগ্নেয়াস্ত্র
কবিতা কারো অনুমতির তোয়াক্কা করে না
কবিতাই ধ্বংস করে সকল অশুভের
আবার কবিতাই সৃষ্টি করে নতুন অঙ্গীকারে
আরেক নতুন সমাজের।

২২শে মার্চ ২০২৪ খ্রি.