হাতের তালুতে বিষ্ফোরক/লীলা দেউরী।

দলিত পৃথিবী আজ
কষাঘাতের নিমন্ত্রণপত্র হাতের তালুতে রেখে তালিকা করল
তাতে কার, কোন প্রকার দায়সারা ভাবটাও বিশ্রাম নিলো

আমি পঞ্চায়েত প্রধান বলেই
আমি দামের দাবি রেখেছি
তুমি কোন ছেড়া দুর্দান্ত পরিণাম
যে, দিনকে রাত আর রাতকে দিন ভাবছ।

ওহে যোগপাত্র
হাত তোলো, উন্মত্ত হাত তোলো
পৃথিবী কাঁপছে ; প্রচণ্ড নড় বড়ে আজ ওই এ প্রান্ত ও প্রান্ত –

বনেদিঘরের ডাগর চোখ তোমাকে
বাঁচাতে পারবে না, পারছেও না পারল না জেনে নিও-
তোমার পেটের চামড়া ঢিলে কিংবা টাইট হল
কার কিছুই দায় পাবে না-

দিনান্তে ভাববে বসে
একান্তে-
আমি অসার নই ; যা করার একাই করব, একাই বলব ;
এক হাতেই একটি নিষ্পাপ কাজ নিষ্পত্তি রেখা টেনে
একটি কলুষিত মানচিত্র এঁকে
সাদার সাথে পরিণত পরিণয়ের
তুলতুলে ফুলাগ্নির বিষ্ফোরণ হবে
আমি চাই –
বজ্রাঘাতের মতো
দুড়ুম করে একটা অন্তত আওয়াজ তুলুক।

২২ – ০৩ – ২০২৪ খ্রিঃ