করোনা কালীন লিমেরিক

ড. শাহনাজ পারভীন

করোনায় কেড়ে নিলো তাজা তাজা প্রাণ
করোনায় খেলো কত দুঃস্থের ত্রাণ।
অনাহারে কাটে দিন
কাজ নেই কত দিন!
খেটে খাওয়া ঘরে ছোটে কষ্টের ঘ্রাণ।

করোনায় থেমে নেই দুঃসহ সমাচার
থেমে নেই অনাগত দুর্নীতি দুরাচার
মৃত্যুরা প্রতিদিন
ধেয়ে আসে রাতদিন
তারপরও থেমে নেই মিথ্যা ও অনাচার।

করোনার করালেতে থেমে গেছে দিন
লকডাউন, শাটডাউন, কোভিড জমিন!
জমে গেছে গাছপালা
মাঠ যেন কারবালা
খেলা নেই, ধুলো নেই, নেই তো সুদিন।

করোনার করালেই কাঁপে রোজ থরথর
কাঁপে স্বর, কাঁপে ঘর, কাঁপে বুক ঘরঘর!
কাঁপে মাথা, কাঁপে হাত
কাঁপে দিন, কাঁপে রাত
কেঁপে ওঠে জীবন আর মরণেরা ঝরঝর।

করোনায় ভুলে গেছে চেনা কিছু পথ
ভুলে গেছে রাতদিন ভুলে যথাযথ
ভুলে গেছে খেলা
হাঁড়ি কুড়ি বেলা
ভুলে গেছে সখা- সখি সোনালি শপথ।

করোনা করুণা করে ইচ্ছে মতন
যাকে পায় তাকে ছোঁয় যতনে যতন
বিশ্বে মাতম আজ
নেই ভাত, নেই কাজ
অচেনা শত্রু ভয়ে ভুলেছি রতন!

সংকটে সংগ্রামে নির্ভিক থাকব
করোনায় মনোবল ঠিক ঠিক রাখব
হাত ধোবো নিয়মিত
মাস্ক পরে ঠিকমত
কারো কাছে গেলে কভু নাক মুখ ঢাকব।

সিরিয়াল গুনি আর টেস্টের দিন
দিন যায় গুনে গুনে এক, দুই, তিন
এই বুঝি ভালো!
এই জ্বলে আলো!
এই বুঝি শেষ হলো, দিন গোনা দিন?

অক্সিমিটার মাপি রোজ দিনে চার বার
টেম্পারেচার মাপি প্রতিদিন তিন, চার
মেপে মেপে শুনি
দিন শুধু গুনি
এই হলো শেষ? দিনে স্বপ্ন মাপার!

এই যদি হসপিটাল, এই বাড়ি থাকি
ভুলে গেছি দিন আর এটা রাত নাকি?
দিন যদি আলো কই?
রাত যদি ঘুম কই?
আলো নেই, ঘুম নেই, তবু বেঁচে থাকি!

@কপিরাইট_সংরক্ষিত।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন