কর্তৃত্বের যাবতীয় নকশা গোবিন্দলাল হালদার


কিছু নাম স্মৃতির পাণ্ডুলিপি থেকে
মুছে যায় বার্ধ্যকের কারণে। কোনো নিয়মনীতি না মেনে অনানুষ্ঠানিকভাবে। অথচ স্পন্দনের আকুতি হাত হাতড়িয়ে বেড়ায় মনের কোণে। ফিরে আয় দেখি বিগত দিনের যত কর্তৃত্বের স্বাক্ষর।

কিছু নাম মহাকালের উচ্চারণে – আমরা যেমন গেয়ে
যাই আনুষ্ঠানিকভাবে পৃথিবীর বৃত্তগর্ভে।এবং তারপর
যদি আরো তারপর থাকে তখনও গীত হবে সেইসব নামের পদাবলি।
আর আমি তাঁর নাম ভুলে বসে আছি। কী সর্বনাশ!
হেড়ে গলার অস্পষ্ট উচ্চারণে না ভুলে যাওয়া নামটি
ভুল গণিতের উত্তরপত্রে এঁকে যায় আমারই কর্তৃত্বের যাবতীয় নকশা। ঐ দেখি আমার কর্তৃত্বের বিবর্ণ রূপ বিশালাকৃতির চিত্রমেলা। আমি এক রহস্যময় দর্শক।


কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য

মন্তব্য করুন