নির্ঝঞ্ঝাট

জাহিদুল যাদু

আমি তখন হাউই চড়ি
আমি তখন রঙিন ঘুড়ি
আমার পিছে মস্ত আকাশ
শরীর জুড়ে প্রবল বাতাস!

আমি তখন একাই রাজা
চারপাশ টা স্বেচ্ছা প্রজা
আমার বুকে দম যে ভারি
অচ্ছুৎ সব দিয়েছি আড়ি!

আমি তখন আদরের ধন
যাদু মধু মানিক রতন।

হঠাৎ পিছে নেই ক্যানভাস
সবার মুখই বেজার,উদাস!

আমি এখন একাই আছি
নিজের রাজ্যে ইচ্ছে খুশি
আমার স্বপ্নে আমি বিনদাস
কারো সঙ্গে নেইকো বাহাস!

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/১০/নী/জ

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন