বনসাই হতে মন চায় না কখনো।।শাহনাজ পারভীন

আমিও ঠিক তোমার মতোই খুব অল্পতেই তুষ্ট হয়ে যাই।

বুনো ঘাসের মতো তিরতির করে বেড়ে উঠি বেলা অবেলায়
পথের ধারের ফুলের মতো রঙ ছড়িয়ে ফুটে থাকি সৌরভে
কেউ দেখুক বা না দেখুক, তাতে আমার কিছুই যায় আসে না
অক্সিজেন দেই আর নাইট্রোজেন শুষে নেই অবিরত।

বাতাসে ফুলের রেণু ভাসিয়ে দেই দখিনা বেলায়
পরাগায়ন হোক, বা না হোক সে দেখার দায়িত্ব আমার নয়।

জানো তো, আমি বরং শেকড়ের দিকে মনোযোগী হই
বনসাই হতে মন চায় না কখনোই।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন