বন্ধুত্ব- নাজমুন নাহার রিনু

বন্ধু জীবনে দেখেছি যে কত
তোর মত প্রাণের বন্ধু মেলে ভাগ্যক্রমে।
তোর জন্যে বুঝি পেয়েছি পথ
দেখি ‘নয়ন ভরে স্বপ্ন।
স্বার্থের ভবে তুই কেন নিঃস্বার্থপর
বলবি একবারের জন্যে ?

তোর যে আমি কত আপন, বুঝি ক্ষণে ক্ষণে।
সেদিন পরীক্ষার ফিসটি দিলি, মোর হাতটি চেপে,
কোচিং ফিসটিও দিয়ে দিলি মোর অগচরে।
নিজের ফকেট ফাঁকা করে, আমায় করিস পূর্ণ।
বন্ধুত্ব মানে ভালোবাসায় নি:স্ব হওয়ার জন্য
বন্ধুত্ব মানেই নিগুঢ় ভালোবাসায় পরিপূর্ণ।

তোর মুখ দেখলে বুঝতে পারি
ঈশ্বর আছেন সব মানুষের মধ্যে।
সকলে মোরে ভুলে গেলে
জানি, তুই ভুলবি না মোরে।

সকলে মোরে ভুলে গেলেও
জানি, তুই ভুলবি না মোরে।
যে মুখের অন্ন তুলে দেয় মোরে
যে তাঁর সর্বশ দিয়ে সুস্থ করে মোরে
অসুস্থতার আ উঃ’র করুন সুরে
যার যায় বুকটি ফেটে।
সে কি আমায় ভুলতে পারে
সকল মানুষের ভীড়ে?

সাহিত-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/০৫/নী/জ

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন