শরৎ।। মাহমুদা রিনি

শরৎ, তুমি এত নীল কেন?
তোমার নীলের গভীর অতলান্তে আমি
হারিয়ে যাই বেদনার মহাসমুদ্রে!
তোমার কাশফুল হাসিতে এত বিষন্নতা কেন?
তুমি কী ময়ূরাক্ষী জলে দেখেছো তোমার ছায়া?
নীল আঁখি পল্লবে কী গভীর মায়া–
তুমি লুকিয়ে রাখো?

তুমি কী হারিয়েছ কিছু–?
কেউ কী চলে গেছে আর ফেরেনি!
ফেলে গেছে বাঁশিটি–
এখনো বিষন্ন বিকেলে যে সুর
তোমাকে আরও বিষন্ন করে তোলে!
আরও ঘন নীল দেখায়!

শরৎ, তুমি কী খুঁজে ফেরো তাকে?
তোমার আদিগন্ত নীলে সাদা মেঘের ভেলায়
তুমি কী খুঁজে বেড়াও তার ছায়া?
বিরহে কাঁদো তুমি?
তোমার শিশিরের নিঃশব্দ কান্নায়
ঝরে পড়ে শিউলি!
কখনো তুমি অভিমানী, কখনো পূর্বরাগে রঙিন!
আবার কখনো বেনী দোলানো চপলা কিশোরী–
নদীতীরে বিস্তীর্ণ কাশবন!

তখনও তুমি বিষন্নতার নীলে অমন ম্লান কেন?
বেদনার নীল চাদরে নিজেকে এমন
জড়িয়ে রাখো যে–
তোমায় দেখে অতল সমুদ্রে তলিয়ে যাই আমি—

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়