বাবা।। শাহরিয়ার মামুন

মেঘের দেশে যায় কি দেখা হারিয়ে যাওয়া মানুষ
আমায় তবে উড়িয়ে দাও বানিয়ে হাওয়ার ফানুস।

দিন কাটেনা রাত কাটে না চোখ যে অশ্রু নদী
একবার এই কথাটা আমার বাবা জানতো যদি
দৌড়ে এসে বুকে জড়িয়ে ললাটে দিত চুমু
এইতো তোমার বাবা এসেছে আর কাঁদে না মুমু।

আর চাবো না হাওয়ামিঠাই, চকলেট আইসক্রিম
তুমি ছাড়া আমি তো বাবা সর্বহারা এতিম।

মা বলে কেউ ডাকে না কাছে নেয় না কোলে তুলে
আমি নাকি সাত রাজার ধন তুমিই বলে ছিলে।

সবাই বলে তুমি নাকি ঘুমিয়ে আছো আকাশের ওই পারে
কেমন করে যাবো আমি জনে জনে শুধাই বসে পথের ধারে।

তুমিই তো রাজ্য আমার সর্ব সুখের রাজা
আমায় তুমি আর দিও না এমন কঠিনতর সাজা।

যেখানে থাকো যেমন থাকো এক্ষুনি আসো ফিরে
তুমি না এলে তোমার রাজকন্যা কেঁদেই যাবে মরে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়