অপেক্ষার প্রহরে।।জাহিদুল যাদু

অপেক্ষার প্রহরে সুনীল বাবু ‘কেউ কথা রাখেনি’
কালজয়ী কবিতা দিয়ে গেলেন আমাদের ঠোঁটে।

বরুণার প্রতি প্রতিটি পুরুষের সেই থেকে অবিরত ঝরছে ঘৃণা এবং করুণা!

আমার অপেক্ষা কোন মানবীর প্রতি নিবেদিত হয়নি, ২৫ বছরের দীর্ঘশ্বাসে কোন দাদা ঠাকুরকেও অভিযুক্ত করেনি!
কোন বোষ্টমীর মিথ্যাচারেও অথর্ব হয়নি!

মাত্রাতিরিক্ত উৎসাহে বাবা প্রতিশ্রুতি দেননি আমিও চৌধুরীদের খাসকামরার স্বপ্ন দেখিনি রাস উৎসবে!

আমি সুনীলের ষাঁড় !!

লাল কাপড়- ঝান্ডার সন্ধানে কেবল গুঁতানী দেওয়ার অপেক্ষায়…
অত্যাধুনিক সুপারস্পিড বিশ্বায়নের যুগে পদ্য না কপচিয়ে কেবলি স্বপ্নকন্যাকে খুঁজে মরি।

১০৮ টি নীল পদ্ম খুঁজতে বয়ে গেছে আমার ……

চাইনিজের প্রলোভনেই হাজারো বরুণার বুকের আমেরিকান পারফিউম নাকের ডগায় খুশবু ছড়ায়।

সুনীল বাবু আমার ছত্রিশে জীবন বড়ই সুখময়।
সাপ আর ভ্রমরের খেলা শীতাতপ রুমে রঙিন হয়!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়