বজ্রপাত

কবি অলিয়ার রহমান

তুমি আমায় বলেছিলে-শেষ বিকেলের বিদায় বেলা,
অনেক রোদের ক্লান্তি শেষে- ফুরায় যখন আলোর খেলা,
যখন আকাশ রং হারিয়ে কালো মেঘে বসত করে,
যখন মনের কান্নাগুলো বাদল হয়ে ধরায় ঝরে ।
তখন তুমি বলেছিলে-আমার কাছেই আসবে ফিরে,
পাষাণপুরীর শুন্যতারা হাসবে না আর আমায় ঘিরে।
সেই আশাতে আজও আছি- সাদা কালোর বিভেদ ভুলে,
শ্রাবণ মেঘের দিনের শেষে, কাশ ফুটেছে আমার চুলে।
তোমার চুলেও রঙের বদল, বুঝতে পারি আমায় দেখে,
স্বার্থ ছেড়ে কে আর বলো- মানুষ হবার মন্ত্র শেখে?
মানুষ যারা আমার মতো- ঠকতে পারে সারা জীবন,
তাদের আছে দুঃখ বিলাস, নষ্ট নীড়ে সুখের ভুবন ।
তোমার পথে নিয়ন বাতি শোভা ছড়ায় গভীর রাতে,
আমার যেটুক আলোর দেখা- সেটুক শুধু বজ্রপাতে।
হঠাৎ যেদিন তোমায় দেখি- তপ্ত রোদে ভীড়ের মাঝে ,
আমি তখন পথের শেষে- ঝরা পাতার মলিন সাজে।
তখন হঠাৎ বজ্র নামে– রোদের মাঝে দুপুর বেলা,
তোমায় দেখে শান্তি কোথায়, দিলে শুধু দহন জ্বালা।
কেন এমন সাধ ফুরালো? অপেক্ষাতে ছিলাম ভালো ,
অন্ধকারে ভরিয়ে দিলো– বজ্রপাতের প্রখর আলো।

@কপিরাইট_সংরক্ষিত।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়