নীল রাতের কবিতা

তাহমিনা সুলতানা

পাতার গায়ে দীর্ঘশ্বাস পড়ে যে শিশির জমে
সেও কি একদিন হয়ে ওঠে কালো পাহাড়?
সবটুকু দুঃখ নদী হয়ে বয়ে যায়
একূল ওকূল, পদ্মা- যমুনার মতো!

দিন ফুরালে আকাশ আঁকে অসীম শূন্যতা,
ঝরে পড়ে টুপটাপ বৃষ্টি ফোঁটায়।
সবকিছু শুষে নেয় নীল অন্ধকার।
মুড়িয়ে রাখে চৈতন্যে চাঁদের এক ফালি হাসি।

নীল রাত হয়ে ওঠে অনন্য এক অর্থহীন কবিতা।

নিকষিত বেদনা যেন শিশির জলকণা!
গহনে কার জন্য উতলা মনের অর্চনা?
জীবনের গায়ে এতো এতো মৃত্যুর ছাপ!
ছায়াদেহে কেবলই মায়া, কেবলই সন্তাপ

রাতের বুকে হিম ঘুমোয় বন্ধুবিহনে একেলা;
ঝরা বকুল কাঁদে কেন?সেকি তবে নির্জলা!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন