মেঘ বিলাসী

জয় মজুমদার

মেঘ বিলাসী হঠাৎ –
করলে কেন এত রাগ;
তোমার শব্দে ঘুম আসেনি –
আমার কালকে সারারাত ।

মেঘ বিলাসী আজকে না হয় তোমার-
মনটা ভীষণ খারাপ –
তাই বলে কি আমার ঘুম টা কেড়ে নিবে-
এটাই তোমার স্বভাব !

আমার পাশে ছিলে তুমি-
তবুও যে ঘুম আসেনি আমার;
আলতো করে ছুঁয়ে দিও-
পরশ পাবো তোমার ।

বৃষ্টি বিলাও যত পারো-
ক্ষান্ত দিও না এই মনে;
মনের বৃষ্টি একদিন শুকিয়ে যাবে-
জানবে তখন জনে জনে।

মেঘ বিলাসী বৃক্ষ গুলো আজ-
তোমার সাথে করছে ভীষণ রাগ-
আঁধার পেরিয়ে আসবে একদিন প্রভাত-
সেদিন বুঝবে তোমার কিসের এত ভাব।

মেঘ বিলাসী আজকে তোমার –
মনের আকাশ কেন এত মেঘাচ্ছন্ন ;
ধৈর্য্যের বাঁধ ভাঙ্গিয়ে-
এবার হলাম আমি রাগান্বিত।

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৮/০১/নী/জ@কপিরাইট_সংরক্ষিত

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন