থাকুক আমাতে।। জাহিদুল যাদু

আমাতে ঘিরে থাকুক
কবিতা পিপাসুরা, গল্প পাঠক আর
অভিনয় মুগ্ধ দর্শকেরা।
আমাতে ঘিরে থাকুক
গোলাপের পাপড়িরা, নিষ্পাপ শিশু আর
কোলাহল প্রিয় বালকেরা।

আমার শরীরে বিস্তার ঘটুক
কচি সবুজ ঘাসের,
হাঁটি হাঁটি পা পা ছোট্ট হাসের,
তিড়িং বিড়িং নৃত্য চলুক
বাচ্চা ছাগলের,
বেড়ালের, কুকুরের।

হাঁপাতে হাঁপাতে ছুটতে থাকুক যুবকের দল
কাঁছা মেরে দাপাতে থাকুক
হা-ডু-ডু,ফুটবল।
আমার চোখে জাল ফেলুক মালকোচা জেলে
বুকের পাজরে চিড় ধরাক
কৃষকের ভোঁতা লাঙল,কোদালে।

আমাতে মুড়ে থাকুক গাঢ় স্তব্ধ বনাঞ্চল
বোবা প্রাণী মায়াবিনী ছুটুক অনন্তকাল
আকাশটা হেলান দিক আমার কপালে
হাজার সন্তান ঘুম যাক পাহাড়ের ঢালে।

থাকুক আমাতে যা কিছু একান্ত আমার
টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলার।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়